পোস্টার বিতর্কের পরেই অন্ডালে শত্রুঘ্ন সিনহা স্ত্রীকে সঙ্গে নিয়ে রোড শো
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : পোস্টার বিতর্কের একদিন পরেই অন্ডালে শত্রুঘ্ন সিনহা স্ত্রীকে সঙ্গে নিয়ে অন্ডালে প্রচারের ময়দানে হাজির হলেন তৃণমূল কর্মী সমর্থকদের মাঝে । অন্ডাল গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার পড়েছিল আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ, তথা এবারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ সাংসদ লেখা পোস্টার । সে সময় অন্ডাল গ্রামে বিজেপি লেখা এই পোস্টার নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা ।এবার সেই পোস্টার পড়ার একদিন পরেই বৃহস্পতিবার ভোট প্রচারে অন্ডাল গ্রামে এসে উপস্থিত হলেন, প্রার্থী শত্রুঘ্ন সিনহা । এদিন বিকেলে তিনি দিল্লি থেকে সরাসরি বিমানে করে অন্ডাল আসেন । তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী পুনম সিনহাও ।




বৃহস্পতিবার বিকেলে অসংখ্য কর্মী সমর্থক এয়ারপোর্টে প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত হন। একি সাথে তার সাক্ষাতে উপস্থিত হন, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী , বিধান উপাধ্যায় ভি শিবদাসন দাশু সহ আরো বহু শীর্ষ নেতৃত্ব। এদিন তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে, দুবচুরিয়া বাস স্ট্যান্ড হয়ে হুডখোলা গাড়িতে চড়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রার্থী রোড শো তে অংশ নেন । দুবচুরিয়া গ্রাম, অন্ডাল , অন্ডাল মোড় হয়ে রোড শো এগিয়ে যাই শ্রীরামপুর গ্রাম পর্যন্ত । পরে রোড শো তে প্রার্থীর সাথে হাঁটেন, হাজারো কর্মী সমর্থক । রোড শোতে পথের বিভিন্ন অংশে ফুলের মালা, উত্তরীয় পরিয়ে প্রার্থীকে স্বাগত জানানো হয় তাকে ।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ