অন্ডাল বিমানবন্দর থেকে দুর্গাপুর-চেন্নাইয়ের মধ্যে উড়ান পরিসেবা চালু হতে যাচ্ছে
বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur Airport ) পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে চেন্নাই-দুর্গাপুর-চেন্নাইয়ের মধ্যে সরাসরি ফ্লাইট সার্ভিস বা উড়ান পরিসেবা চালু হতে যাচ্ছে। আগামী ১৬ মে থেকে এই দুই শহরের মধ্যে এই পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো ( Indigo ) । ইন্ডিগো বিমান দুই শহরের মধ্যে সপ্তাহে তিন দিন (মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার) উড়বে। উল্লেখ্য, এর আগে স্পাইস জেট বিমান দুর্গাপুর-চেন্নাই এবং দুর্গাপুর-মুম্বইয়ের মধ্যে উড়ান চালু করেছিলো। গত শীতকালীন সময়সূচীতে, স্পাইস জেট দুটি রুটেই ফ্লাইট পরিষেবা স্থগিত করেছিল। স্পাইস জেট অন্ডাল বিমানবন্দর থেকে উড়ান পরিষেবাস্থগিত করার পরে, আসানসোল, দুর্গাপুর শহরের পাশাপাশি শিল্পাঞ্চলের মানুষের সুবিধার কথা মাথায় রেখে, ইন্ডিগো মুম্বাইয়ের জন্য পরেনপরিষেবা শুরু করে। এবার চেন্নাইয়ের জন্য এই পরিসেবা চালু করতে চলেছে।
অন্ডাল বিমানবন্দরের পরিচালক কৈলাশ মণ্ডল জানিয়েছেন, ইন্ডিগো উড়ান আগামী ১৬ মে থেকে চেন্নাইয়ের মধ্যে উড়া শুরু করবে। চেন্নাই থেকে দুর্গাপুরের উড়ান সকাল ৫.৪৫ মিনিটে উড়ে, সকাল ৮.২৫ মিনিটে অন্ডাল বিমানবন্দরে অবতরণ করবে। এরপর এই উড়ান সকাল ৮.৫৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাবে এবং সেখানে (চেন্নাই) পৌঁছাবে সকাল ১১.৩৫ মিনিটে। বর্তমানে দুর্গাপুর থেকে দিল্লি, ব্যাঙ্গালুরু ইন্ডিগো ফ্লাইট প্রতিদিন হায়দ্রাবাদ এবং সপ্তাহে ৪ দিন মুম্বাই শিল্পাঞ্চলের মানুষকে পরিষেবা প্রদান করছে। তিনি বলেন যে, দুর্গাপুর-চেন্নাইয়ের মধ্যে পরিষেবা শুরু হওয়ার সাথে সাথে আসানসোল-দুর্গাপুরের পাশাপাশি বাঁকুড়া, বর্ধমান, বোলপুর এবং নিকটবর্তী রাজ্য ঝাড়খণ্ডের মানুষের জন্য প্রচুর সুবিধা হবে। তিনি ইন্ডিগো ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিল্পাঞ্চল ও আশপাশের এলাকার অসংখ্য মানুষ চিকিৎসার জন্য চেন্নাই যান। দুর্গাপুর থেকে চেন্নাই পর্যন্ত ইন্ডিগোর উড়ান চালু হওয়ায় মানুষের অনেক সময় বাঁচাবে।