আসানসোলের চিনাকুড়ি শুট আউট কাণ্ডে গ্রেফতার দুই
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোলের চিনাকুড়ি শুট আউট কাণ্ডে গ্রেফতার দুই।জানা যায় বেসরকারি মাইক্রোফিনান্স সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের লোনের টাকা আদায়ের কাজ করতো শিবনাথ রজক।আর সেই আদায়ের একটা বড়ো অংশ টাকা উমাশঙ্করকে দেয়নি।আর সেই কথা জানতে পেরে যায় উমাশঙ্কর চৌহান।আর তার পরেই উমাশঙ্করকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে এই শিবনাথ রজক।
এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।ধৃত দুইজনকে আসানসোল আদালতে তোলা হয়।তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে দুই অভিযুক্তকে।জানা যায় চলতি মাসের ১৫ই এপ্রিল চিনাকুড়ি এলাকায় বেসরকারি মাইক্রোফিনান্স এর কর্ণধার উমাশঙ্কর চৌহানেকে এলোপাঠাড়ি গুলি করে খুন করে দুষ্কৃতি।ঘটনার তদন্তে নামে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
- HLG अस्पताल में रोटरी के सहयोग से 42 लोगों को दिया गया श्रवण यंत्र
- Durgapur कार में लाखों का गांजा, 4 गिरफ्तार
- দূর্গাপুরে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ৭৫ কেজি গাঁজা, গ্রেফতার মুর্শিদাবাদের তিন যুবক সহ চারজন
- SAIL ISP का वेंडर मीट, 35000 करोड़ के निवेश से मिलेंगे अपार अवसर
- রোটারি ক্লাব অফ আসানসোলের সহযোগিতা ও এইচএলজি হাসপাতালের উদ্যোগ, দুঃস্থ পরিবারের ৪২ জনকে দেওয়া হলো শ্রবণ যন্ত্র