আসানসোলের চিনাকুড়ি শুট আউট কাণ্ডে গ্রেফতার দুই
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোলের চিনাকুড়ি শুট আউট কাণ্ডে গ্রেফতার দুই।জানা যায় বেসরকারি মাইক্রোফিনান্স সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের লোনের টাকা আদায়ের কাজ করতো শিবনাথ রজক।আর সেই আদায়ের একটা বড়ো অংশ টাকা উমাশঙ্করকে দেয়নি।আর সেই কথা জানতে পেরে যায় উমাশঙ্কর চৌহান।আর তার পরেই উমাশঙ্করকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে এই শিবনাথ রজক।




এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।ধৃত দুইজনকে আসানসোল আদালতে তোলা হয়।তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে দুই অভিযুক্তকে।জানা যায় চলতি মাসের ১৫ই এপ্রিল চিনাকুড়ি এলাকায় বেসরকারি মাইক্রোফিনান্স এর কর্ণধার উমাশঙ্কর চৌহানেকে এলোপাঠাড়ি গুলি করে খুন করে দুষ্কৃতি।ঘটনার তদন্তে নামে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
- আসানসোল ক্লাবের প্রাক্তন সভাপতি বরখাস্ত,নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ
- Asansol Club से पूर्व अध्यक्ष सोमनाथ टर्मिनेट ? बिस्वाल ने कहा फेक, दोहराया गया इतिहास
- मवेशी कारोबारी मारपीट में दो भाजपा कार्यकर्ता गिरफ्तार, सीपी ने कहा नहीं बर्दाश्त की जाएगी अशांति की साज़िश
- দুর্গাপুরে গরু বোঝাই গাড়ি আটকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপির দুই কর্মী
- জামুড়িয়ায় বেসরকারি কারখানার অবৈধ নির্মাণ ভাঙা , জরিমানা আদায় করা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে আসানসোল পুরনিগম