আসানসোলের চিনাকুড়ি শুট আউট কাণ্ডে গ্রেফতার দুই
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোলের চিনাকুড়ি শুট আউট কাণ্ডে গ্রেফতার দুই।জানা যায় বেসরকারি মাইক্রোফিনান্স সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের লোনের টাকা আদায়ের কাজ করতো শিবনাথ রজক।আর সেই আদায়ের একটা বড়ো অংশ টাকা উমাশঙ্করকে দেয়নি।আর সেই কথা জানতে পেরে যায় উমাশঙ্কর চৌহান।আর তার পরেই উমাশঙ্করকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে এই শিবনাথ রজক।
এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।ধৃত দুইজনকে আসানসোল আদালতে তোলা হয়।তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে দুই অভিযুক্তকে।জানা যায় চলতি মাসের ১৫ই এপ্রিল চিনাকুড়ি এলাকায় বেসরকারি মাইক্রোফিনান্স এর কর্ণধার উমাশঙ্কর চৌহানেকে এলোপাঠাড়ি গুলি করে খুন করে দুষ্কৃতি।ঘটনার তদন্তে নামে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
- आसनसोल के पद्दो तालाब छठ घाट पर भव्य गंगा आरती
- দূর্গাপুরে ভিন জেলা থেকে চুরি যাওয়া ৫৪ লাখ টাকার সামগ্রী সহ ট্রাক উদ্ধার, গ্রেফতার তিন
- রানিগঞ্জে চেম্বার থেকে চিকিৎসকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার
- Indian Bank का एसेट फेयर दुर्गापुर पीयरलेस होटल में 10 को, एंट्री फ्री
- West Bengal : सरकारी कार्यालयों में प्रीपेड मीटर लगाने का निर्णय