ASANSOLKULTI-BARAKAR

রেলের বেসরকারি করণের বিরুদ্ধ ও লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ

বেঙ্গল মিরর, বিজু মন্ডল, আসানসোল: রেলের বেসরকারি করণের বিরুদ্ধ ও লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ। ভারতীয় রেলের বেসরকারি করণের বিরুদ্ধ ও অবিলম্বে আসানসোল – বর্ধমান,আসানসোল,- আদ্রা শাখায় লোকাল ট্রেন চালুর দাবিতে আজ সকাল ১১ টার সময় আসানসোল ডিআরএম অফিস অভিযান করে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশন,ইফটু সর্বহারা,ইস্কো মজদুর ইউনিয়ন, ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন, অল ওয়েস্টবেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন, দুর্গাপুর গণ অধিকার মঞ্চ।

গির্জামোড় থেকে শুরু হয়ে এক বর্ণময় মিছিল আসানসোল ডিআরএম অফিসে পৌঁছে স্মারকলিপি প্রদান করেন।সংগঠনগুলির পক্ষে সৌমেন্দু গাঙ্গুলি, কানাই বার্ণওয়াল,উমেশ দুসাদ, কল্যাণ মৌলিক জানান কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ ও শ্রমকোড লাগু করার বিরুদ্ধে তাদের যৌথ কার্যক্রম আগামী দিনে জারি থাকবে।

Leave a Reply