বিজেপি নেতার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করলেন তৃণমূলের জেলা সভাপতি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : বিজেপি নেতার বাড়িতে, পাত পেরে মধ্যাহ্নভোজন করলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত শাড়ী উপহার দিলেন, বিজেপি কর্মকর্তার স্ত্রীকে।ভোটের আবহে এক অন্য চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে। গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী ধর্মদাস গোপ, তিনি যথারীতি নেমন্তন্ন করে বিধায়ককে মধ্যাহ্নভোজন করালেন।
ধর্মদাস বাবু বলেন, বিধায়ক সবার, দলমত নির্বিশেষে তিনি আমাদের বিধায়ক। মতের অমিল থাকলেও, তার কাজে আমরা আপ্লুত। আমি একজন বিজেপি কর্মী হলেও, এইখানে কোন রাজনৈতিক রঙ দেখছি না। অন্যদিকে বেশ খোশমেজাজে বিধায়ক বলেন, বিজেপি বর্তমানে বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন। এবং এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যদিকে বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে কিন্তু তিনি তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন। এটাই পাণ্ডবেশ্বর।।