ASANSOL

আসানসোল শহরে হুড খোলা গাড়িতে রোডশো তৃনমুল প্রার্থী শত্রুঘ্ন সিনহার.

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় হুড খোলা গাড়িতে রোডশো করলেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এই হুড খোলা গাড়িতে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক।


এদিন সন্ধ্যায় আসানসোল শহরের আদালত সংলগ্ন ঘড়ি মোড় থেকে তৃনমুল প্রার্থীর বর্ণাঢ্য রোডশো শুরু হয়। পরে সেই রোডশো এসবি গরাই রোডের শ্রীপল্লী, বুধা মোড়, হটন রোড, ইসমাইল মোড়, আসানসোল জেলা হাসপাতাল, ময়দাকল মোড় হয়ে জিটি রোডের রামবন্ধু তলাওয়ে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *