বার্ণপুরে তৃনমুল কংগ্রেস প্রার্থীর
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দক্ষিণ বিধান সভার বার্ণপুরে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত হুড খোলা গাড়িতে রোডশো সহ প্রচার সারলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তার সঙ্গে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু সহ আসানসোল পুরনিগমের একাধিক কাউন্সিলর ও ব্লকের নেতারা।














এদিন বিকেলে বার্নপুর স্টেশন রোড থেকে তৃনমুল প্রার্থীর রোডশো শুরু হয়। তা বারি ময়দান, পুরানাহাট মেইন রোড, রহমতনগর , শান্তিনগর, পুরানিয়া তলাও মোড়, নরসিং বাঁধ, তরুণ সংঘ ক্লাব, ত্রিবেণী মোড়,বার্নপুর বাসস্ট্যান্ড হয়ে বারি ময়দানে এসে শেষ হয়।
- Asansol होकर Sealdah – Banaras Amrit Bharat Express टाइम टेबल जारी, उद्घाटन जल्द
- Asansol : 1.74 करोड़ के हाइड्रेन निर्माण कार्य का शिलान्यास
- আসানসোল পুরনিগম এলাকায় হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস
- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা, সমালোচনায় সরব তৃনমুল
- আসানসোলে সব পেয়েছির আসরের তিনদিনের শারীর শিক্ষণ শিবির


