বারাবনির পরিত্যক্ত কয়লাখনি থেকে নিখোঁজ মহিলার দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* বারাবনির পরিত্যক্ত কয়লাখনির জল থেকে উদ্ধার হলো আসানসোলের বাসিন্দা সাতদিন ধরে নিখোঁজ থাকা এক মহিলার মৃতদেহ। বৃহস্পতিবার বিকেলে মহিলার মৃতদেহ উদ্ধার করে বারাবনি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। আসানসোল উত্তর থানার মনোহরবহালের বাসিন্দা মৃত মহিলার নাম বিজলি মূর্মু (৫৪)। শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মহিলার মৃতদেহর ময়নাতদন্ত হয়।



পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল উত্তর থানার মনোহরবহালের বাসিন্দা বিজলি মূর্মু গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। সাতদিন আগে আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ঐ মহিলা। বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় খুঁজে তার কোন খোঁজ পাননি। গোটা বিষয়টি পরিবারের তরফে থানায় অভিযোগ আকারে জানানো হয়েছিলো।
এদিকে, বৃহস্পতিবার দুপুরের পরে বারাবনি থানার মোর্চা ধাওড়ায় পরিত্যক্ত পাঞ্জাবি কয়লাখনির জলে এলাকার বাসিন্দারা এক মহিলার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ আসে। বেশ কয়েক ঘন্টার চেষ্টার পরে পুলিশ বিকেলের পরে কয়লাখনির জল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তার পরে সেই দেহ সাতদিন ধরে নিখোঁজ থাকা আসানসোলের বিজলি মূর্মুর বলে সনাক্ত করেন পরিবারের সদস্যরা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন ঐ মহিলা সাতদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপর তিনি কোনভাবে বাড়ি থেকে ১১ কিলোমিটার দূরে বারাবনি থানার মোর্চা ধাওড়ায় পাঞ্জাবি কয়লাখনি এলাকায় চলে আসেন। তারপর ঐ মহিলা পরিত্যক্ত কয়লাখনির জলে পড়ে যান বা ঝাঁপিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশের অনুমান, জলে ডুবে মৃত্যু হয়েছে ঐ মহিলার। এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।