ASANSOL

বঙ্গ পুরুষ সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট সমাজসেবী মানবাধিকার কর্মী বুম্বা মুখার্জি

বেঙ্গল মিরর, আসানসোল : সম্প্রীতি কলকাতায় আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে হোচিন মিন সরণ তে অনুষ্ঠিত হলো বঙ্গ পুরুষ সম্মান। এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রথম কোন অনুষ্ঠান যেখানে পুরুষ মানুষকে তার নিজ গুণ নিজেও কাজের জন্য সম্মান জানানো হয় অনুষ্ঠানটি আয়োজন করেছিল রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এবং কলকাতার বিশিষ্ট গুণীজনেরা (কলকাতা ইন্টেলেকচুয়াল ফোরাম) বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত করা হয়  ।


বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বিপ্লব চট্টোপাধ্যায়, জাদুকর জুনিয়র পিসি সরকার গায়ক সিধু আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং চলচ্চিত্র জগৎ সাইন্টিস্ট সমাজকর্মী এবং সমাজের নানান স্তরের কিছু বিশিষ্ট জনরা এর আগেও বুম্বা মুখার্জিকে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ ব্রাজিল থেকেও আন্তর্জাতিক সম্মান উনি পেয়েছেন নতুন করে ওনার মুকুটে পালক যুক্ত হল বঙ্গ পুরুষ সন্মান পুরস্কার প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *