নিজের জন্মভিটেতে জনসভা করলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( SS Ahluwalia at his birth Place ) অবশেষে সাত ‘ই মে মঙ্গলবার নিজের জন্মভিটে, জে কে নগর পোস্ট অফিস ময়দানে, জনসভা করলেন আসানসোল লোক সভা কেন্দ্রের, বিজেপি মনোনীত প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। প্রায় প্রতিটি সভাতেই তিনি দাবি করেছেন, রানীগঞ্জ তার জন্মভিটে। আর এই বলে, বহু ক্ষেত্রেই ভোট ভিক্ষাও করেছেন তিনি। তবে এদিন জে কে নগর এলাকায় পৌঁছে, নিজের জন্মভিটেতে নিজেকে ভোট দেওয়ার জন্য একটাও শব্দ ব্যবহার না করেই, ভোট প্রচারে লোকাল ইমোশন কে কাজে লাগালেন সুরেন্দ্র সিং।














একে একে নানান বিষয়ে নানান স্থানীয় কথা তার বক্তব্যে তুলে ধরে, নিজেকে স্থানীয় এলাকার একজন বলেই দাবি করার, প্রাণপণ চেষ্টা চালালেন। আর এ সকলের মধ্যেই, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি তুলে ধরলেন, লক্ষীর ভান্ডার সম্পর্কে তার ধারণা। এমনকি তৃণমূলের নিয়ে ভবিষ্যৎবানী করে দিলেন, আলু-ওয়ালিয়া। এরপর সভাব মঞ্চ থেকে নিজেকে সমস্ত ঘেরা টোপের মাঝে রেখে জে কে নগর লাইন পার এলাকায়, বিজয় কুমার শর্মা নামের এক চা বিক্রেতার চায়ের দোকানে পৌঁছে, প্রবল বৃষ্টির মাঝেই চা পান করে আলাপচারিতা করেন তিনি। তবে এলাকায় অবস্থিত তার বাবার কর্মস্থল অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আবারও গড়ে তোলা সম্ভব কিনা, তা নিয়ে স্পষ্ট কোন মতামত দিলেন না।
- বিসিসিএলের ওসিপিতে ধস, মৃত ২, জখম দুজন, নিখোঁজদের উদ্ধার অভিযান
- OCP में अवैध खनन में धंसान 2 की मरने और 2 फंसे होने की आशंका ! रेसक्यू जारी
- सम्पर्क ऑनलाइन फिनसर्व एलएलपी को ISO 9001:2015 प्रमाणन का नवीनीकरण
- স্বামী বিবেকানন্দর ১৬৪তম জন্মজয়ন্তীতে ‘ আসানসোল প্রগতি’র অনুষ্ঠান
- আসানসোলে পোস্ট অফিস স্থানান্তরের বিরোধিতা ,পোস্টার হাতে বিক্ষোভ বাসিন্দাদের


