বিধান স্মৃতি শিক্ষা নিকেতন ( উ :মা ) ডামরা ছাত্র – ছাত্রীদের সাফল্য
বেঙ্গল মিরর, আসানসোল : বিধান স্মৃতি শিক্ষা নিকেতন ( উ :মা ) ডামরা থেকে উচ্চ মাধ্যমিক ২০২৪ এ পরীক্ষার্থী ছিল ৭৮ জন । এর মধ্যে ৭০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয় । প্রথম বিভাগে উর্ত্তীর্ণ হয়েছেন ১৭ জন ।সর্বোচ্চ শ্রেয়া হাজরা (৪৩২ ) ৮৬% নম্বর পেয়েছেন । প্রসঙ্গত: উল্লেখযোগ্য যে , মূলত তপশীল জাতি , উপজাতি ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের প্রথম প্রজন্মের পড়ুয়ারাই এই বিদ্যালয়ে লেখাপড়া করে । বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই সন্তোষজনক সাফল্যে এলাকার অভিভাবক অভিভাবিকা সহ শিক্ষানুরাগী মানুষ ছাত্র ছাত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষ কে অভিনন্দন জানান ।



