আসানসোলে দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের উদ্যোগে জলসত্র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার আসানসোলের বিএনআর এলাকায় রবীন্দ্র ভবনের কাছে প্রচণ্ড গরমের জন্য ” জলসত্র ‘ করা হয়। সেই জলসত্র থেকে রাস্তায় পথচারীদের জলের সঙ্গে গ্লুকন ডি এবং ছোলা দেওয়া হয়। দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের তরফে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের নেতৃত্বে প্রায় দেড় হাজার পথচারীকে এই পরিষেবা দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে গিয়ে, তৃনমুল কংগ্রেসের আসানসোল উত্তর ব্লক( ১) সভাপতি পিন্টু কর্মকার বলেন, এদিন দেবাশীষ ঘটক ফাউন্ডেশন অভিজিৎ ঘটকের নেতৃত্বে প্রচণ্ড গরমের জন্য জলসত্র করা হয়েছিলো। সেখান থেকে প্রায় দেড় হাজার মানুষকে গ্লুকন-ডি ও ছোলা দেওয়া হয় বলে জানান তিনি।