তৃনমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্য, কাউন্সিলারের বিরুদ্ধে নেতার বিতর্কিত মন্তব্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র, কুলটি : লোকসভা নির্বাচনের ফলাফল রয়েছে আগামী ৪ তারিখ আর তার আগে (ফেসবুক লাইভ)অর্থাৎ সামাজিক মাধ্যমে তৃনমূল নেতার বিতর্কিত মন্তব্য!!গোষ্ঠীকোন্দল প্রকাশ্য!!আসানসোল পৌরনিগমের ১৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মুনমুন মুখার্জির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য কুলটি ব্লক তৃর্ণমুল কংগ্রেসের সম্পাদক মনোতোষ মুখার্জির!
মনোতোষ মুখার্জি সামাজিক মাধ্যমে বক্তব্য রাখেন জে এলাকায় কয়লা সহ অবৈধ ব্যাবসায় মদত রয়েছেন কাউন্সিলারের তিনি বলেন এলাকায় অবৈধ ব্যবসা চলছে তা কাউন্সিলার কে বাদ দিয়ে হয়না সাথে বিজেপির সাথে গোপন আতাত রয়েছে বলে বলেন!!তবে এই অভিযোগ কে হাস্যকর ও ভিত্তিহীন অভিযোগ বলে অস্বীকার করেন কাউন্সিলার মুনমুন মুখার্জী সাথে বলেন তার যখন জার সাথে স্বার্থসিদ্ধি ঘটেনা স্বার্থসিদ্ধির ব্যাঘাত ঘটে তখন শে এই রকম একটা ফেইসবুক লাইভ তৈরী করে বিষয়টি উচ্চ নেতৃত্ব কে যানাবেন বলে বলেন আমার সন্মান হানি করছেন বিষয়ে অভিযোগ কুলটি থানায় যানানো হয়েছে সাথে সাইবার থানাতেও অভিযোগ জানাবো!
এই বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন তৃর্ণমুলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্য কারণ ১৬নম্বর ওয়ার্ড থেকে আমরা জয় পাচ্ছি তার ভয়ে কাউন্সিলার ও তার সঙ্গী সাথীরা নিজেরা একে ওপরের প্রতি অভিযোগ করে দেখাতে চাইছে আমি হারাইনি ও হারিয়েছে কারণ কোম্পানি দল তো শিঙ্খলা বলে কিছু নেই ভাগের লড়াই ও পরাজয়ের ভয়!!আসানসোল লোকসভা নির্বাচনে জয়লাভ আমরা করছি!!তবে নির্বাচনের ফলাফলের আগে বিতর্কিত মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা!!