মহিলার পচা – গলা মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কুলটি থানা এলাকার চিনাকুরি এজি চার্চ স্কুলের কাছে, পচা গলা এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।




জানা গেছে মৃতা মহিলার নাম সুমন কুমারী যার বয়স প্রায় 37 ।আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়ি তিন নম্বর নুনিয়া পাড়ার বাসিন্দা বলে জানা যায়।গোটা ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।মৃতের ভাই বলেন গত ২৮তারিখেও প্রতিদিনের মত প্রাতঃ ভ্রমনে
মনে বার হয় কিন্তু তারপর আর বাড়ি ফেরে না খোঁজাখুঁজি করে কোনো খোঁজ না মেলায় নিয়ামতপুর ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের পক্ষ থেকে।রবিবার ঐ মহিলার দেহ উদ্ধার হয়।।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়
এলাকায় শোকের ছায়া।
পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।
- Asansol : धेमोमेन अक्षरधाम पंडाल, भव्य उद्घाटन 50 लाख बजट
- দুর্গাপূজোর আগে বার্নপুরে ব্যানার বিতর্ক
- SAIL ISP क्षमता विस्तार की दिशा में बड़ा कदम, नई एलडीसीपी हेतु अनुबंध पर हस्ताक्षर किए
- দুর্গাপূজোয় আসানসোল পুরনিগমের হেল্প ডেস্ক, এলাকায় ঘুরবে পাঁচটি ট্যাবলো, হেল্পলাইন ৯০৮৩২৫৪৮৪৮
- BJP की गीता और तुलसी पौधा वितरण कार्यक्रम पर हमले का आरोप, वीडियो वायरल