মহিলার পচা – গলা মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কুলটি থানা এলাকার চিনাকুরি এজি চার্চ স্কুলের কাছে, পচা গলা এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।




জানা গেছে মৃতা মহিলার নাম সুমন কুমারী যার বয়স প্রায় 37 ।আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়ি তিন নম্বর নুনিয়া পাড়ার বাসিন্দা বলে জানা যায়।গোটা ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।মৃতের ভাই বলেন গত ২৮তারিখেও প্রতিদিনের মত প্রাতঃ ভ্রমনে
মনে বার হয় কিন্তু তারপর আর বাড়ি ফেরে না খোঁজাখুঁজি করে কোনো খোঁজ না মেলায় নিয়ামতপুর ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের পক্ষ থেকে।রবিবার ঐ মহিলার দেহ উদ্ধার হয়।।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়
এলাকায় শোকের ছায়া।
পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।
- শ্রীবালানন্দ ব্রহ্মচারীর সঙ্গে রিষড়া প্রেম মন্দির আশ্রমের সংযোগ : কল্যাণ চক্রবর্তী
- डेंगू रोकथाम के लिए औद्योगिक संस्थानों को डीएम का निर्देश
- अग्निकांड के बाद उठी दमकल केन्द्र की मांग, अभियान
- Asansol Wholesale Market के लिए लॉटरी 18 को
- আসানসোল ও দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জেলাশাসক