মহিলার পচা – গলা মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কুলটি থানা এলাকার চিনাকুরি এজি চার্চ স্কুলের কাছে, পচা গলা এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



জানা গেছে মৃতা মহিলার নাম সুমন কুমারী যার বয়স প্রায় 37 ।আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়ি তিন নম্বর নুনিয়া পাড়ার বাসিন্দা বলে জানা যায়।গোটা ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।মৃতের ভাই বলেন গত ২৮তারিখেও প্রতিদিনের মত প্রাতঃ ভ্রমনে
মনে বার হয় কিন্তু তারপর আর বাড়ি ফেরে না খোঁজাখুঁজি করে কোনো খোঁজ না মেলায় নিয়ামতপুর ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের পক্ষ থেকে।রবিবার ঐ মহিলার দেহ উদ্ধার হয়।।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়
এলাকায় শোকের ছায়া।
পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।
- Facebook पर आपत्तिजनक पोस्ट का आरोप 4 महीने बाद रानीगंज से भाजयुमो नेता गिरफ्तार
- আসানসোলে ৪৫০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ, বিনিয়োগকারীদের বিক্ষোভ
- Asansol : Railpar में 450 करोड़ के फर्जीवाड़ा का दावा ? TMC नेता का क्या कनेक्शन ?
- Durgapur Rape Case : सनसनीखेज मोड़, दो आरोपियों का मजिस्ट्रेट के सामने गोपनीय बयान दर्ज
- Asansol : अराजक तत्वों ने दुकान में लगाई आग