ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে ইঞ্জিনিয়ারিং কলেজ, আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনা
বেঙ্গল মিরর আসানসোল রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ মঙ্গলবার সারাদেশে লোকসভা নির্বাচনের গণনা হবে। আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। সোমবার সকালে কলেজে গিয়ে দেখা গেলো সব কিছুই প্রায় সেরে ফেলা হয়েছে। চলছে একেবারে শেষ মুহুর্তের প্রস্তুতি। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকরা দেখে নিচ্ছেন যে, নির্বাচন কমিশনের নির্দেশ মতো সবকিছু করা হয়েছে কিনা।
আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বিবেকানন্দ সরণী বা সেনরেল রোডে এইচএলজি হাসপাতাল মোড় থেকে ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড় পর্যন্ত রাস্তায় সোমবার রাত থেকে নজরদারি শুরু করা হবে পুলিশ প্রশাসনের তরফে। একাধিক জায়গায় পুলিশের ক্যাম্প করা হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে এই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। দুদিক থেকে আসা-যাওয়া প্রতিটি গাড়ির উপর নজরদারি করা হবে। পথচলতি ব্যক্তিদেরকে প্রয়োজন হলে জানতে চাওয়া হবে, তিনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন।
জেলা প্রশাসনের নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় মোট ১৮৪ টি টেবিলে ভোট গণনা করা হবে। তারমধ্যে ১৫৫ টি টেবিল ব্যবহার করা হবে ইভিএমের গণনায়। বাকি টেবিল পোষ্টাল ব্যালট ও অন্য কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি ২৬ টি করে টেবিল আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধান সভার জন্য। সবচেয়ে কম ১৮ টি টেবিল থাকবে পান্ডবেশ্বর বিধানসভায়। সকালে পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। তারপর হবে ইভিএমের ভোট গণনা। সবচেয়ে বেশি ১৪ রাউন্ড ও সবচেয়ে কম ১২ রাউন্ড গণনা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সরাসরি গণনার সঙ্গে যুক্ত থাকবেন ৭৫০ জন। এছাড়াও আরো ৫০০ জনের মতো আধিকারিক ও কর্মী গণনা কেন্দ্রে থাকবেন।
প্রসঙ্গতঃ, বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের তরফে নতুন করে গণনার সময় রাজনৈতিক দলের প্রার্থীদের কাউন্টিং এজেন্ট কারা হতে পারবেন না, তা নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করা হয়েছে । কমিশন নির্দেশিকায় বলেছে, কোন সরকারি ও সরকারপোষিত ( গভর্মেন্ট এডেড বা স্পনসর্ড) স্কুলের শুরু শিক্ষক ও শিক্ষিকারা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। এমনকি, একইভাবে কর্মীরাও কাউন্টিং এজেন্ট হতে পারবেন না বলে কমিশন তাদের নতুন নির্দেশে বলেছে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশ অমান্য করা হলে, কড়া শাস্তির বিধান রয়েছে কমিশনের নির্দেশে।
পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা আসানসোল লোকসভা কেন্দ্রের আরও ( রিটার্নিং অফিসার) এস পোন্নাবলম ইতিমধ্যেই বলেছেন, বিভিন্ন দলের প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার আগে গণনা কেন্দ্রে চলে আসতে হবে। তার কারণ সাড়ে পাঁচটার সময় স্ট্রংরুম থেকে গণনা টেবিলে পোষ্টাল ব্যালট পেপার নিয়ে যাওয়া হবে। তারপর শুরু হবে গণনা। এই গণনা শেষ হলে ইভিএমের গণনা শুরু হবে। তার সময় আটটা। সবক্ষেত্রেই অতিরিক্ত ১০ মিনিট সময় ছাড় দেওয়া হতে পারে। তার বেশি নয়। সবমিলিয়ে ১২ থেকে ১৪ রাউন্ড গোনা হবে। সবকিছু ঠিক থাকলে দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে গণনা শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের বৈধ অনুমতি ছাড়া কেউ ও কোন গাড়ি গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবে না।