রিটার্নিং অফিসারের কাছ থেকে শত্রুঘ্ন সিনহা সস্ত্রীক সার্টিফিকেট নিলেন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ স্ত্রী পুনম সিনহাকে সঙ্গী করে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে আসেন শত্রুঘ্ন সিনহা। তার হাতে জয়ের সার্টিফিকেট তুলে আসানসোল লোকসভা কেন্দ্রের আরও ( রিটার্নিং অফিসার) তথা পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম।
তার সঙ্গে গণনা কেন্দ্রে আসেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতারা।




- আসানসোল জেলা হাসপাতালে এমারজেন্সি বিভাগের সামনে সদ্যজাতকে ফেলে পালানোর চেষ্টা প্রসূতির
- Railpar की महिला अस्पताल में नवजात को छोड़ कर जाने लगी ! कर्मियों ने पकड़ भर्ती कराया
- আসানসোল মহিলা উদ্যোগের রাখি বন্ধন উৎসব পালন
- “Dead Economy” कहना भारत का अपमान नहीं, अपनी अज्ञानता का प्रदर्शन है — रीतेश कुमार जालान
- Asansol : बिना बारिश बाढ़ जैसी स्थिति, जनजीवन अस्त-व्यस्त