ASANSOL

আসানসোল উত্তর ওয়ার্ড ভিত্তিক ফলাফল: পড়ুন কোন কোন ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল উত্তর ওয়ার্ড ভিত্তিক ফলাফল: আসানসোল লোকসভা নির্বাচনে, টিএমসি আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের ৩২ টি ওয়ার্ডের মধ্যে ২১ টি তে পিছিয়ে রয়েছে। যেখানে ২০২২ সালের উপনির্বাচনে, টিএমসি মাত্র ১৫ টি ওয়ার্ডে পিছিয়ে ছিল এই বিধানসভাটি দুটি ভাগে বিভক্ত। ব্লক ১ এবং ব্লক ২, যার মধ্যে ব্লক ১ এ টিএমসি প্রায় ১৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছে, অন্যদিকে ব্লক ২ তে ১৯ হাজার ভোটের লিড পেয়েছে। যার জেরে বিধায়ক, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূলের সম্মান রক্ষা হল। তৃণমূল সূত্রে খবর, উত্তর বিধানসভায় তৃণমূলের সবচেয়ে বড় ধাক্কা ৪১ নম্বর ওয়ার্ডে। এখান থেকে ৩৪০০ ভোটে পিছিয়ে টিএমসি।

File photo

আসানসোল উত্তরের ২১ নম্বর ওয়ার্ডে ১৪০০, ২২ এ- ৭৩০ ভোটে পিছিয়ে। ৩১ নম্বর ওয়ার্ডে ৯৭০ ভোটে পিছিয়ে রয়েছে টিএমসি। ওয়ার্ড নং ৪০ এবার ১৯৫৫ ভোটে পিছিয়ে রয়েছে। ওয়ার্ড নং ৪১ এ ৩৪৪০ ভোটে পিছিয়ে। ওয়ার্ড নং ৪২ এ ২৬৪১ পিছিয়ে । আসানসোল গ্রামে ১৪৪৩ ভোটে পিছিয়ে রয়েছে টিএমসি। জনপ্রিয় ওয়ার্ডগুলি হল ৩০ এবং ৪৪, এখান থেকে টিএমসি যথাক্রমে ২২০০ এবং ৯৫১ ভোটে পিছিয়ে, ৪৮ নম্বর ওয়ার্ড থেকে ব্লক ১ সভাপতি গুরুদাস চ্যাটার্জি ওরফে রকেট ১৯৬৪ ভোটে পিছিয়ে৷

 আসানসোল উত্তর ওয়ার্ড অনুযায়ী ফলাফল ৫৪ থেকে ১৬৭৪ ভোটে পিছিয়ে। ৭৬ ওয়ার্ডে ২৭৪৭ ভোটে পিছিয়ে রয়েছে টিএমসি। বিজেপি ২৭ নম্বর ওয়ার্ডে প্রায় ৩৩৭৭ ভোটে এবং ২৯ নম্বরে ৬০০ ভোটে এগিয়ে ছিল। রেলপাড়ের সংখ্যালঘু ওয়ার্ডগুলির থেকে ১৯০০০ লিড টিএমসি এবং মন্ত্রী মলয় ঘটকের সম্মান রক্ষা করেছে। ব্লক ১-এ, টিএমসি ৪০,৪১,৪২,৪৪,৪৫,৪৮,৫১,৫২,৫৩,৫৪ এবং ৭৬ নম্বর ওয়ার্ডে পিছিয়ে এবং ৪৩ থেকে ৩৮৭, ৪৬ থেকে১১১ , ৪৭ থেকে ৩৭৫,৪৯ থেকে ১৮৬, ৫০ নম্বর ওয়ার্ডে ১৬৪২ এবং ৫৫ নম্বরে ৫৩২ এগিয়ে ।

যেখানে ব্লক ২ তে টিএমসি ১৩,১৪,১৫,২০,২১,২২,২৭,২৯,৩০ এবং ৩১ পিছিয়ে ছিল। এদিকে ২৩ থেকে ২৮০৭, ২৪ থেকে ৬১০৪, ২৫ থেকে ৯০০৫, ২৬ থেকে ৬৭০৯ এবং ২৮ থেকে ৪৬৯৪- এই পাঁচটি ওয়ার্ডে লিড পেয়েছে প্রায় ২৯ হাজার।

WARDTMCBJPLead
1328363278442 ( BJP )
1434733726291 ( BJP )
1529143726812 ( BJP )
202832292391 ( BJP )
21246638661400 ( BJP )
2225923327735 ( BJP )
23467418672807 ( TMC )
2470319276104( TMC )
2596962858999( TMC )
2672821236709 ( TMC )
27108744643377 ( BJP )
2849973034694 ( TMC )
2920672671604 ( BJP )
30191741302213 ( BJP )
3123203245923 ( BJP )
40130332581955 ( BJP )
41134347953450 ( BJP )
42182141902369 ( BJP )
4332662879387
4418212772952 ( BJP )
45158730301443 ( BJP )
4625572446111( TMC )
4729342559375 ( TMC )
48186136651784 ( BJP )
4923642178186 ( TMC )
50362719851642 ( TMC )
5119762788812 ( BJP )
5215742095521 ( BJP )
5312041686482 ( BJP )
54161132411630 ( BJP )
5535453013532 ( TMC )
76169744442747 ( BJP )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *