KULTI-BARAKAR

কুলটির ওয়ার্ড অনুযায়ী ফলাফল: ১৫ হাজারে পিছিয়ে শাসক দল, ২২ তে পিছিয়ে, ৬ টিতে এগিয়ে

বেঙ্গল মিরর, কুলটি, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটি পুর এলাকা বা বিধানসভা কেন্দ্রে সর্বাধিক সংখ্যক ভোটে পিছিয়ে রয়েছে তৃনমুল কংগ্রেস। এই বিধান সভা বা পুর এলাকায় তৃনমুল কংগ্রেসের থেকে বিজেপির ভোটের ব্যবধান ১৫ হাজারের বেশি। তবে, এখানে পিছিয়ে থাকার পরেও, আগের নির্বাচনের তুলনায় ব্যবধান অনেক কম হওয়ায় স্বস্তি বোধ করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শাসক দলের নেতাদের ভয় ছিল যে লোকসভা নির্বাচনে কুলটি বিধানসভা থেকে ৪০ থেকে ৫০ হাজারের ব্যবধান হতে পারে। কিন্তু তা হয়নি । কুলটিতে ২৮ টি ওয়ার্ড আছে। তার মধ্যে ৬ টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি ২২ টিতে এগিয়ে রয়েছে কুলটি পুর এলাকায়। ভোট পাওয়ার ক্ষেত্রে মেয়র পারিষদ সহ তিনটি বোরো চেয়ারম্যানের ওয়ার্ডে তৃনমুল কংগ্রেস পিছিয়ে রয়েছে।

WardTMCBJPLead
16155636082052
17220945622353
18247535841109
1928253326501
58434727711576 TMC
59599232822710 TMC
6025623109543
6127643762998
62243139921561
6355175624955 TMC
64172536141889
6544859043581 TMC
6632963649353
6728682653215 TMC
68163637682132
69219242522060
70131945993280
7125733036463
72301546901675
7327893132343
7424532679266
9922762991715
100253939381399
10132222605617 TMC
102303740491012
103126936872418
104253036891159
10529003843943

Leave a Reply