BARABANI-SALANPUR-CHITTARANJAN

বিদ্যুৎ বিভাগের গাড়ি সহ  কর্মীদের আটকে বিক্ষোভ

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :-বিগত অনেকদিন ধরেই প্রচন্ড গরমে বিদ্যুতের লাইন নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে
রূপনারায়নপুরের রূপনগর এলাকায়।প্রায় এক মাস যাবত ওই এলাকায় প্রত্যেক দিনই বিদ্যুৎ লাইন নিয়ে সমস্যা হয়।কিন্তু স্থানীয়রা  রূপনারায়নপুর বিদ্যুৎ বিভাগে ফোন করলে ফোন কাওকে পাওয়া যায় না ,খবর দেওয়া হয় বিদ্যুৎ দফতরে অবশেষে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলে কোন রকমে কাজ করে চলে যায় ফলে আবার একই সমস্যায় পড়তে হয়।এই প্রচন্ড গরমে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।রবিবার  রাতে রূপনগর এলাকায় একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় সারারাত ধরে গরমে কাটাতে হয় বাসিন্দাদের।যার ফলে  বাড়িতে থাকা বৃদ্ধা রোগী থেকে ছোট সকলেই শারীরিক অসুবিধার মধ্যে পড়ে।


রাতের বেলায় মেরামত করার জন্য কোন লোক পাওয়া যায়না।এই বিষয় নিয়ে বহুবার রূপনারায়নপুর বিদ্যুৎ বিভাগের এস এস এর কাছে অভিযোগ জানানো হয়।কিন্তু কোন কাজ হয়নি বলেই জানিয়েছেন এলাকার মানুষ। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের গাড়ি এবং কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি অবিলম্বে তাদের এলাকায় ট্রান্সফরমার রয়েছে তা লোড অনুপাতে ছোট যা অবিলম্বে পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার দেবার দাবি জানিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আসেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন কথা বলেন।বিক্ষোভ তুলে নেওয়ার জন্য পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ উভয়ে দাবি জানাই এবং পুলিশের হস্তক্ষেপে এই বিক্ষোভ উঠে যায়।তাদেরকে আশ্বাস দেওয়া হয় অবিলম্বে তাদের প্রয়োজনীয় যে কাজ রয়েছে তা মিটিয়ে ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *