ASANSOL

মাঠের মধ্যে থেকে মাটি চাপা পচাগলা দেহ উদ্ধার, আসানসোলে যুবক খুনের ঘটনায় ধৃত তিন বন্ধু

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ মাঠের মধ্যে থেকে মাটি চাপা পচাগলা এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো রবিবার সকালে।  আসানসোল উত্তর থানার পুলিশ আসানসোল গৌরান্ডির রাস্তায় চাকডোবায় কালিমন্দিরের কাছে মাঠের মধ্যে মাটি চাপা পচাগলা মৃতদেহ উদ্ধার করে। পুলিশ এই ঘটনায় খুনের অভিযোগে যুবকের তিন বন্ধুকে রবিবার সকালে গ্রেফতার করে।
আসানসোল উত্তর থানার রেলপারের বিস্তি মহল্লার বাসিন্দা মৃত যুবকের নাম মহঃ নাসিম ওরফে মুন্না (৩৮)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্তের হয়।

criminologist in gloves zipping bag with dead body
Photo by Faruk Tokluoğlu on Pexels.com


পুলিশ সূত্রে জানা গেছে, 
আসানসোল উত্তর থানার রেলপারের বিস্তি মহল্লার বাসিন্দা ৩৮ বছরের মহঃ নাসিম ওরফে মুন্না গত ১১ জুন সকালে তিন বন্ধু মহঃ ইরফান, মহঃ ইস্তেখার ও মহঃ জাভেদের সাথে বারাবনির লালগঞ্জে গরুর হাটে গেছিল। কিন্তু তারপর মহঃ নাসিম আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকেরা তার কোন খোঁজ না পেয়ে আসানসোল উত্তর থানাতে অভিযোগ জানান। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে আসানসোল গৌরান্ডি রাস্তায় চাকডোবার কালি মন্দিরের কাছে মাঠে নাসিমের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। নাসিমের বাড়ির লোক খুনের অভিযোগ করেন তিন বন্ধুর বিরুদ্ধে। এরপর এদিন সকালে পুলিশ তিন বন্ধুকে গ্রেফতার করে। রবিবার সকালে ধৃত তিন জনকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


   এই ঘটনা নিয়ে পুলিশের এক আধিকারিক বলেন, মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে এদিন হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে তিনজনকে জেরা করে জানা গেছে, পুরনো বিবাদ বা ঝগড়া থেকে তারা নাসিমকে মুখ চাপা দিয়ে দমবন্ধ বা শ্বাসরোধ করে খুন করে। তারপর সেই দেহ মাঠের মধ্যে মাটি চাপা দিয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য।এই ঘটনায়একটি খুনের মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *