ওভারলোড আটকাতে আসানসোল দূর্গাপুর পুলিশের ট্রাফিক গার্ডের বিশেষ অভিযান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত* : আসানসোল দূর্গাপুরে ওভারলোড আটকাতে বুধবার বিশেষ অভিযান চালানো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড ও সাব ট্রাফিক গার্ড। বুধবার সন্ধ্যা সাতটা মধ্যরাত তিনটে পর্যন্ত মোট তিন দফায় আসানসোলের কুলটি থানা থেকে দূর্গাপুরের বুদবুদ পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে সবমিলিয়ে ১৩ টি গাড়ি আটক করা হয়েছে। দূর্গাপুর ও অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশ চারটি করে মোট আটটি, আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড ২ ও ১ টি করে গাড়ি আটক করেছে আসানসোল উত্তর, জামুড়িয়া ও কাঁকসা ট্রাফিক গার্ড পুলিশ।




এই প্রসঙ্গে, আসানসোল দূর্গাপুর পুলিশের এডিসিপি ( ট্রাফিক) প্রদীপ কুমার মন্ডল বৃহস্পতিবার বলেন, এই বিশেষ অভিযান বা স্পেশাল ড্রাইভ আসানসোল দূর্গাপুর পুলিশের ১৬ টি ট্রাফিক গার্ড ও সাব ট্রাফিক গার্ড পুলিশ নিয়মিত ভাবে চালাবে। ওভারলোড আটকাতে এই বিশেষ অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন।
- পশ্চিম বর্ধমানে চাকরি খোয়ালেন পাঁচ শতাধিক শিক্ষক ও অ-শিক্ষক কর্মী, চরম দুর্ভোগে একাধিক স্কুল
- Jamuria बाजार में फिर कपड़े की दुकान में भीषण आग
- জামুরিয়া বাজারে ফের কাপড়ের দোকানে ভয়াবহ আগুন
- Burnpur Airport पर सांसद ने पूछा सवाल, पढ़ें मंत्री का जवाब
- Breaking : CLW कर्मी की पत्नी की हत्या ! पुलिस ने शुरू की जांच