রানীগঞ্জ থানা চুরির বাইক হেরাফেরি করার মামলায় দুই দুষ্কৃতিকে গ্রেফতার করলো
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আন্তজেলা চুরির মোটরবাইক হেরাফেরি করার অভিযোগে এবার চুরির মোটরবাইক সহ, দুই দুষ্কৃতিকে গ্রেফতার করলো রানীগঞ্জ থানার পি.সি. পার্টির পুলিশ। রবিবার দুই ধৃত অভিযুক্ত কে, আসানসোল জেলা আদালতে হাজির করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে বিভিন্ন অংশে এই দুই দুষ্কৃতকারী ঝাড়খণ্ডের কুমারডুবি অন্তর্গত, শীর্ষার চিরকুন্ডার বাসিন্দা, বছর বাইশের জাফর আলম ও তার সঙ্গী, ওই একই জায়গায় বছর ২৬ এর মোহাম্মদ ফারুক হাসানকে, শনিবার রানীগঞ্জের মাজার শরীফ এলাকায় চুরি করা বাইক বিক্রির সময়, তাদের চোরাই বাইক সহ পাকড়াও করে পুলিশ।




এদিন তারা প্রথমে বাইকটি তিলক রোড এলাকায় এক ব্যক্তিকে বিক্রি করতে যায়, সেখানে তারা বাইক বিক্রি করতে বিফল হলে, পরে তা মাজার শরীফ এলাকায় বিক্রি করতে যাওয়ার সময় রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তের কাছে এ বিষয়ে খবর গেলেই, ইন্সপেক্টর, তড়িঘড়ি পিসি পার্টির পুলিশের বিশেষ দলকে,এই বিষয়ে তৎপর করে, ওই বাইক পাচারকারীদের হাতেনাতে ধরে ফেলে। জানা গেছে এই পাচারকারীরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাইক চুরি করে, ঝাড়খন্ড এলাকায় বিক্রি করে দিত, আর ঝাড়খন্ড এলাকা থেকে বাইক চুরি করে সেই বাইক পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো, বলেই প্রাথমিকভাবে মনে করছেন পুলিশ প্রশাসন।
মনে করা হচ্ছে এই বাইক চোরেরা একটি আন্তরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে সেই পাচার চক্রের এই দুই মূল চক্রী, এবার পুলিশের জালে ধরা পড়ায়, পরবর্তীতে পুলিশ অন্য সকল চুরির কিনারা করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। এদিন পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে হাজির করে তাদের আগামীতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছেন। এখন দেখার, বিচারক ধৃতদের পুলিশ হেফাজতে কয়দিন রেখে জিজ্ঞাসাবাদের সুযোগ দেন।