পথ দুর্ঘটনায় আহত তিন, ভাঙচুর ইসিএলের জলের ট্যাংকারে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন রাস্তায় মোটর বাইককে ইসিএলের জলের ট্যাংকার ধাক্কা মারে ঘটনায় আহত হয় মোটর বাইকে থাকা তিনজন বলে খবর।উত্তেজিত জনতা ভাঙচুর করে ইসিএলের জলের ট্যাংকারে বলে খবর।জানা যায় একটি মোটর বাইকে করে বিয়েবাড়ি থেকে স্বামী ও স্ত্রী সহ ছোট শিশু তিনজন সালানপুর দিকে আসার পথে ঘটে এই পথ দুর্ঘটনা।ঘটনাস্থলে সালানপুর থানার পাহাড় গোড়া ক্যাম্পের পুলিশ।
দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকে থাকা তিনজনকে চিকিৎসার জন্য পিঠাকিয়ারি স্বাস্থকেন্দ্রে পাঠানো হয়।স্থানীয়রা ঘাতক জল ট্যাংকারটি আটকে রেখে বিক্ষোভ দেখায়।অভিযোগ গাড়িটির কোনো ফিটনেস বা বৈধ কাগজ নেই না আছে খালাসি।অবিলম্বে রাস্তায় বাম্পারের ব্যবস্থা করার দাবি তুলেন স্থানীয়রা।তবে এর আগে এই বিষয় নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি।অন্যদিকে স্থানীয়রা আরো দাবি করেন অবিলম্বে ইসিএলের কয়লা পরিবহণের জন্য যে ওভার লোডিং ভাবে কয়লা বোঝাই নিয়ে হাইবা ডাম্পারের চলাচল করেছে তা বন্ধ করতে হবে।