ASANSOL

রোটারি ক্লাব অফ আসানসোলের উদ্যোগ বেহাল স্কুলের ফিরলো নতুন চেহারা

 বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: ( Happy School by Rotary at Asansol ) আসানসোলের হিরাপুর সার্কেলে মহিশীলা কলোনির এসএনআরএস বাণী মন্দির এফপি স্কুলের বেহাল দশা থেকে ভালো অবস্থায় ফেরানো হলে। রোটারি ক্লাব অফ আসানসোল   এই কাজে এগিয়ে আসে। বুধবার এক অনুষ্ঠানে নতুন চেহারার স্কুলের উদ্বোধন হয়। রোটারি ক্লাব অফ আসানসোলের সভাপতি দেবরূপ রুদ্র ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেবরূপ রুদ্র বলেন, স্কুলের প্রধান শিক্ষক রোটারি ক্লাবকে জানিয়েছিলেন যে, স্কুলের অবস্থা খুবই খারাপ। তা দেখতে রোটারি ক্লাব অফ আসানসোলের সদস্যরা পরিদর্শন করেছিলেন। পরিদর্শনের সময় দেখা যায়, স্কুলের ছাদ থেকে সরাসরি শিশুদের মাথায় জল পড়ছে। ছাদের রড দেখা যাচ্ছিল। পরিস্থিতি দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলাম। স্কুলের কক্ষগুলো সম্পূর্ণ জরাজীর্ণ ছিল। দেবরূপ রুদ্র জানান, বিদ্যালয়ের বেহাল দশা দেখে বিদ্যালয়টি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, চার লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টিকে জরাজীর্ণ অবস্থা থেকে উন্নত অবস্থায় আনা হয়েছে। স্কুলে ভালো অবকাঠামো এবং ভালো পরিবেশ থাকলে শিশুদের শিক্ষার উন্নতি হয়। এখান থেকে লেখাপড়া শেষে ছেলেমেয়েরা অন্যত্র পড়তে যাবে। দেবরূপ রুদ্র বলেন, রোটারি ক্লাব অফ আসানসোল সবসময় সামাজিক কাজ করে। শিক্ষা ক্ষেত্রে সাহায্য করতে সদা প্রস্তুত। শিক্ষার মাধ্যমেই দেশ উন্নত হয়। দেবরূপ রুদ্র ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্জ ওস্তা, অমিত ঘোষ, মনীশ শেঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *