RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে সোনার গহনার দোকানে ডাকাতির পুনরনির্মাণ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  অবশেষে রানীগঞ্জে সোনার গহনার দোকানে ডাকাতির ঘটনার তিন সপ্তাহ পর পুলিশের জালে ধরা পড়া পাঁচজন দুস্কৃতির মধ্যে তিনজন দুষ্কৃতি সনু সিং, সুরজ সিং, ও বিবেক চৌধুরী কে সঙ্গে নিয়ে এই ঘটনায় যে সমস্ত ঘটনাকে রুখে দিয়ে সাতজন ডাকাত দলের সঙ্গে একাই লড়াই করেছিল সেই শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মন্ডলকে সঙ্গে নিয়ে রানিগঞ্জ থানার মেজ বাবু অজয় বাগ ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি রবীন্দ্রনাথ দোলুই এদিন পুলিশের বিশাল বাহিনী ও সিআইডি ডিপার্টমেন্টের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সমস্ত ঘটনার পুনরনির্মাণ করে

সেদিনের ঘটনা কিভাবে ডাকাত দল সংঘটিত করেছিল ও কিভাবে বা ওই আধিকারিক একাই লড়াই করে ডাকার দলকে তাড়া করেছিল সেই সমস্ত বিষয় এদিন নাট্যরূপে তুলে ধরলেন দুষ্কৃতী দলের সদস্যরা। এদিন দুপুর প্রায় তিনটে নাগাদ পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চারিদিকে পুলিশ প্রশাসনের বেড়াজালে চালালো এই বিশেষ পুনরনির্মাণ পর্ব। দুষ্কৃতী দলের সদস্যরাও কিরূপভাবে পড়ে গিয়ে এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছিল ও কিরূপ ভাবে তারা পুলিশ আধিকারিককে  ঘিরে ধরে গুলির লড়াই চালাই সেই সকল বিষয়গুলি এদিন দেখিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *