ASANSOLASANSOL-BURNPURDURGAPURLatest

Breaking : Jubilee তে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ, বুদবুদে ধরল পুলিশ

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল :- ৫ জন দুষ্কৃতী এক যুবককে একটি টাটা সুমো গাড়িতে তুলে রীতিমত চম্পট দেয়। দুই নম্বর জাতীয় সড়ক দিয়ে কলকাতার দিকে। আসানসোল উত্তর থানার পুলিশ খবর পেতেই আসানসোল পুলিশ কন্ট্রোল রুমে খবর দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে চারিদিকে শুরু হয়ে যায় নাকা চেকিং থানা ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সেখানে বেমালুম ধরা পড়ে যায় পূর্ব ও পশ্চিম বর্ধমানের বর্ডারে বুদবুদ থানা এলাকায়।

victim


এসিপি সেন্ট্রাল সৌম্যদীপ ভট্টাচার্য জানান, আসানসোলের জুবলি মোড় থেকে দুপুর দেড়টা-দুটো নাগাদ ধানবাদের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে চলে যায় কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনার পরে নাকা চেকিং আরো আটো সাটো করা হয়। বুদবুদ থানার নাকা চেকিংয়ে ধরা পড়ে যায় দুষ্কৃতীরা। নাকা চেকিং দেখে পালিয়ে যেতে লাগে গাড়ির চালক। কিন্তু চারিদিক দিয়ে ঘিরে পুলিশ ধরে ফেলে লাল রংয়ের ওই টাটা সুমো গাড়ির চালকসহ 5 জন।

তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা কার্যত কিডন্যাপ করেছিল ব্যবসায়ী আশিস সিংহকে। আসানসোল উত্তর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ।।

Leave a Reply