DURGAPUR

আইএনটিটিইউসির রাজ্য সভাপতির নেতৃত্বে দূর্গাপুরে এসবিএসটিসির কার্যালয়ে ডেপুটেশন

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়/সৌরদীপ্ত সেনগুপ্ত:  রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এমপ্লয়েড এ্যাসোসিয়েশনের ডাকে শুক্রবার দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসির কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়।  এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক, জেলা আইএনটিটিইউসির কোষাধক্ষ্য দীপঙ্কর লাহা, শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় সহ আইএনটিটিইউসির নেতা ও কর্মীবৃন্দ। এই কর্মসূচি পালনে এক সভারও আয়োজন করা হয়েছিলো।


এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি বলেন, আমরা চাই শ্রমিকরা আইন মেনে সবকিছু পান। কারণ সেটা তার অধিকারের মধ্যে পড়ে। এদিন তিনি শ্রম আইন নিয়ে কেন্দ্র সরকার ও কেন্দ্রের শাসক দল বিজেপির সমালোচনা করেন।
২৬ দিনের কাজ, আট ঘন্টা ডিউটির পর যদি কাজ হয় তাহলে ওভার টাইম দিতে হবে সহ একাধিক দাবি নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কার্যালয়ে আইএনটিটিইউসি তরফে এদিন ডেপুটেশন দেওয়া হয়।

Leave a Reply