PANDESWAR-ANDAL

রাস্তা দখল মুক্ত করতে উখড়া বাজারে জরিপের কাজ শুরু করলো পঞ্চায়েত

বেঙ্গল মিরর,সার্থক কুমার দে, অন্ডাল : উখড়া বাজারে রাস্তা দখল মুক্ত করতে জমি জরিপের কাজ শুরু করলো পঞ্চায়েত । শুক্রবার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেম্বার অব কমার্স, পুলিশের উপস্থিতিতে চলছে রাস্তা জরিপের কাজ । রাস্তা দখলমুক্ত ও অবৈধ নির্মাণ নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ । রাজ্যের অন্যান্য জায়গার মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উখড়া বাজারের ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হল পঞ্চায়েত ।

শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাজারের রাস্তা জরিপের কাজ । রাস্তা দখল করে অবৈধ নির্মাণ গুলি করা হচ্ছে চিহ্নিত । জরিপের কাজ শেষ হলে অবৈধ দখলদারদের নোটিশ করে অবৈধ নির্মাণ ভাঙ্গার নির্দেশ দেওয়া হবে বলে জানান উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে উপপ্রধান শরণ সাইগল । তারা জানান উখড়া বাজারের এনএসবি রোডের নেতাজি স্ট্যাচু থেকে সিনেমা হল মোর পর্যন্ত সরকারি দস্তাবেজে রাস্তাটি হচ্ছে কোথাও ৫৫ কোথাও ৬০ ফুটের । অবৈধ নির্মাণ আর দখলদারির ফলে বর্তমানে সেই রাস্তা কোথাও ১৮ ফুট কোথাও ১০ ফুটে এসে ঠেকেছে । রাস্তা দ্রুত দখল মুক্ত করা হবে বলে জানান তারা । এদিনের বাজারের রাস্তা জরিপের সময় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন উখড়া চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ।

Leave a Reply