আসানসোলে পুলিশের ওপর হামলা, একাধিক গাড়ি ভাঙচুর, এলাকায় উত্তেজনা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : এবার আসানসোলে পুলিশের ওপর হামলা ও একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত ব্লু ফ্যাক্টরির কাছে আদিবাসী পাড়ায় ছেলেধরা গুজবে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় । গ্রামবাসীদের হামলায় ২ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা যায় । খবর লেখা পর্যন্ত বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর ।


ঘটনাস্থলে আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস সহ বিপুল সংখ্যায় পুলিশ আধিকারিকরা এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন খবর পেয়ে পৌছান কাউন্সিলর উৎপল সিংহ। এদিন সন্ধ্যার পরে ছেলেধরাকে কেন্দ্র করে গুজব ছড়ায়। গ্রামবাসীরা কয়েকজন যুবককে ধরে রাখেন। পরে আসানসোল উত্তর থানার পুলিশ তাদেরকে গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করতে গেলে উত্তেজিত গ্রামবাসীরা হামলা চালায় বলে খবর। তিনজনকে আপাতত আটক করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।