DURGAPUR

দূর্গাপুর মহকুমা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার, উদ্বোধনে মন্ত্রী ও সাংসদ

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়/সৌরদীপ্ত সেনগুপ্ত: দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হলো ট্রমা কেয়ার সেন্টার । এই অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার তৈরীতে খরচ করা হয়েছে ৬৮ লক্ষ  টাকা । এখন থেকে যে পরিষেবা দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে মিলতো, এবার সেইপরিষেবা  মিলবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রবিবার এক অনুষ্ঠানে এই  ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের  পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্গাপুর বর্ধমানের  সাংসদ কীর্তি আজাদ,  আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ও দূর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কবি দত্ত ও সুপার ডাঃ ধীমান মন্ডল ।

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, সরকারি হাসপাতাল সবার। সেই হাসপাতালে উন্নয়নের কাজ চলছে। মানুষ যাতে এই হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা পরিসেবা পান, তার ব্যবস্থা করা হচ্ছে। এই ট্রমা সেন্টার সবার কাজে আসবে বলে দাবি মন্ত্রীর।
রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, এই হাসপাতালে চিকিৎসা পরিসেবার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।
হাসপাতাল সুপার ধীমান মন্ডল বলেন,  আগেও এখানে চিকিৎসার ব্যবস্থা ছিল। তবে এখন আলাদা একটি রুমে এই ট্রমা কেয়ার সেন্টার স্থানান্তরিত করা হয়েছে । সব পরিষেবাই এখন এই মহকুমা হাসপাতাল থেকে মিলবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *