কোলিয়ারির আবাসন থেকে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল :– সোমবার বেলা ১১ টা নাগাদ অন্ডালের নব কাজরা এখনই আবাসন এলাকায় এক ইসিএল কর্মীর রহস্যজনক ভাবে দেহ উদ্ধার হল। নিজের খনি আবাসনের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃত্যুঞ্জয় কান্ত নামে বছর ৩৮ এর খনি কর্মীর। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।




স্থানীয় বাসিন্দা বিপিন রুজ জানান, আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি শুনতে পান এই ঘটনা। সুত্র মারফত জানা যায়, মৃত মৃত্যুঞ্জয় কান্তর মা অসুস্থ অবস্থায় দুর্গাপুরে ভর্তি সে কারণে মানসিকভাবে বিচলিত ছিল মৃত্যুঞ্জয়। এদিন সকাল থেকে ও মৃত্যুঞ্জয় কে ফোনে পাওয়া যায়নি তারপর সুইচ অফ ছিল। পরে তার ইসেল আবাসনের কাছে এসে ডাকাডাকি করেও সাড়া না মেলায় আপারা পড়শিদের ডেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙ্গে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে মৃত্যুঞ্জয়। তুই কি কারনে এই ঘটনা ঘটলো? এর পিছনে কি কি কারণ আছে? সমস্ত ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। মৃত্যুর কারণ কি কিভাবে মৃত্যু হল ময়নাতদন্তের পরেই তার সামনে আসবে।