আসানসোলে তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে আড্ডার চেয়ারম্যান কবি দত্তকে সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়* : সোমবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ( আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি) চেয়ারম্যান কবি দত্তকে সোমবার দুপুরে আসানসোলের জিটি রোডে তৃণমূল কার্যালয়ে রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসুর নেতৃত্বে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র, শিবানন্দ বাউরি, ববিতা দাস, রাকেশ শর্মা, আবু কারনাইন, বিশ্বরূপ গাঙ্গুলি প্রমুখ।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার লাগাম তুলে দিয়েছেন যার হাতে তাকে তিনি বিশ্বাস করেন। তার নেতৃত্বে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আসানসোল ও দূর্গাপুর দুটি শহরের উন্নয়নের কাজ দ্রুত হবে। ভি শিবদাসন ওরফে দাসুকে ধন্যবাদ জানিয়ে কবি দত্ত বলেন, আমি একেবারে অরাজনৈতিক ব্যক্তিত্ব। আমি সবাইকে নিয়ে আমার দায়িত্ব ভালোভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।