PANDESWAR-ANDAL

সিভিক ভলেন্টিয়ার্স এর তৎপরতাতে নদীতে ডুবে যাওয়া থেকে বাঁচলো এক যুবক

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : সিভিক ভলেন্টিয়ার্স এর তৎপরতাই নদীর জলের ডুবে যাওয়া থেকে বাঁচলো সুরজ কুমার নামে এক যুবক । সোমবার ঘটনাটি ঘটে দামোদর নদীর অন্ডালের কুঠিরডাঙ্গা এলাকাতে ।
দিন কয়েক আগে অন্ডালের মদনপুর গ্রাম সংলগ্ন দামোদর নদীতে রিলস ভিডিও করতে গিয়ে ডুবে মৃত্যু হয় ২ যুবতীর । সোমবার ঘটতে চলেছিল এরকমই আরো একটি দুর্ঘটনা । এদিন শিবের মন্দিরে জল ঢালার জন্য দুর্গাপুরের গ্যামন এলাকা থেকে সুরোজ কুমার ও সাগর কুমার নামে দুই যুবক জলনিতে আসেন অন্ডালের শ্রীরামপুর সংলগ্ন কুটিরডাঙ্গা নদী ঘাটে ।

জল নেওয়ার আগে নদীতে স্নান করতে নামেন সুরজ কুমার । তখনই পা হড়কে সুরজ নদীর জলে তলিয়ে যেতে থাকে । সুরজ কে ডুবেতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন সুরজের সাথে থাকা সাগর নামে যুবক । নদী পাড়ে অদূরে দাঁড়িয়েছিল অন্ডাল থানার এক সিভিক ভলেন্টিয়ার্স ও তখন মন্ডল নামে স্থানীয় এক বাসিন্দা । সুরজকে উদ্ধার করতে তারা ঝাঁপিয়ে পড়েন নদীতে । কোনক্রমে নদী থেকে পাড়ে তুলে আনেন তারা । সিভিক ভলেন্টিয়ার তপনবাবুর তৎপরতাতে রক্ষা পান সুরজ বলে জানান সঙ্গী সাগর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *