রূপনারায়ানপুরে হতে চলেছে জাদুগর কিসমত কুমারের জাদুর শো

বেঙ্গল মিরর, কাজল মিত্র:-এবার রূপনারায়ণপুর শহরের বুকে এই প্রথমবার শুরু হতে চলেছে জাদুগর কিসমত কুমারের ম্যাজিক শো ।
আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবেলসের শ্রমিক মঞ্চে এই ম্যাজিক শো চলবে আগামীকাল অর্থাৎ ২৬শে জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ।যার শুভ উদ্বোধন করতে চলেছেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয়।নতুন অলৌকীকতা সহ বিশ্বের মহান জাদুগর বাহুবলির জাদু সংগ্রাম জাদুগর কিসমত কুমারের জাদু খেলা ছোট থেকে বড় সকলের জন্যে চমকপ্রদ রয়েছে এই খেলায়।


বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে তার জাদু খেলার কিছু অংশ তুলে ধরেন।একই সাথে সাধারণ মানুষদের উদ্যেশে মোটর বাইক চালানোর সময় হেলমেট পরে বাইক চালানো সহ সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বার্তা তুলে ধরেন।এবং তাঁদের জাদু দেখানোর আয় করা অর্থ থেকে ১০ শতাংশ থ্যালেসেমিয়ারোগী ও গরীব দুস্থ পড়ুয়াদের মধ্যে দেওয়া হয় বলে জানান জাদুঘর কিসমত কুমার।তিনি এলাকার মানুষের কাছে আবেদন করেন আসুন এবং জাদু দেখুন।এটা একটা পারিবারিক শো।