LatestPoliticsWest Bengal

অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন তৃণমূল সাধারণ সম্পাদক , সায়নী যুব তৃণমূল সভাপতি


বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার কলকাতায় ৫ ই জুন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে গুরুত্বপূর্ন সাংগঠনিক রদবদল করা হয়েছে। তারুণ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মর্যাদাকে বাড়ানো হয়েছে। তাকে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে মূল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সাথে সায়নি ঘোষকে যুব তৃণমূলের সভাপতি করা হয়েছে। ডাঃ কাকলি ঘোষ দস্তিদারকে মহিলা টিএমসির সভাপতি করা হয়েছে। এক ব্যক্তি, এক পদ, ঘোষণা করা হয়েছে। কোনও মন্ত্রী, দল, জেলা চেয়ারম্যান বা সভাপতি কোনো পদে থাকবেন না।

saayoni ghosh file photo

দোলা সেনকে আইএনটিটিইউসি-র জাতীয় সভাপতি, অন্যদিকে রাজ চক্রবর্তী কালচারাল সেলের সভাপতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি, জুন মালিয়াকে বঙ্গ জননী তে, কুনাল ঘোষ রাজ্য জেনারেল সেক্রেটারি, সায়ন্তিকা ব্যানার্জীকে রাজ্য সেক্রেটারি করা হয়েছে।

read also आज की बैठक में तय हो सकता है 2024 का रोड मैप, जानें किन 5 विंदुओं पर रहेगा जोर

Leave a Reply