ASANSOL-BURNPUR

সেইল ইস্কোর দুটো জলাশয়  বুজিয়ে দেবার সিদ্ধান্ত, প্রতিবাদ

বেঙ্গল মিরর, বার্ণপুর : আসানসোল শিল্পাঞ্চলের এক গুরুত্বপূর্ণ কারখানা হল ইস্কো লৌহ ইস্পাত কারখানা।বর্তমানে স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অধিগৃহীত এই সংস্থাটি তৈরি করেছিলেন বিশিষ্ট বাঙালি শিল্পপতি  স্যার বীরেন মুখার্জি। এই স্বয়ংসম্পূর্ণ কারখানাটির মধ্যে আছে দুটি বৃহৎ জলাশয় যা এক অর্থে এই কারখানা তথা বার্নপুর শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য বিবেচিত। এই জলাশয়ে শীতকালে পরিযায়ী পাখিদের ব্যাপক আনাগোনা ছিল।কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল আধুনিকীকরণের দোহাই দিয়ে এই জলাশয় দুটো বুজিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে সেইল ইস্কো কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছে না কেউ।

আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুমন কল্যাণ মৌলিকের মতে গ্লোবাল ওয়ার্মিং এর সময় এই ধরণের জলাশয় বুজিয়ে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী হতে বাধ্য। আধুনিকীকরণের জন্য ইস্কোর হাতে প্রচুর জমি রয়েছে তাই এই জলাশয় গুলি বুজিয়ে দেওয়া অযৌক্তিক। শিল্পাঞ্চলের মানুষ ইস্কো কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছে এই জলাশয়কে রক্ষা করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *