আসানসোলে টোটো চালকদের বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল শহর সহ গোটা শিল্পাঞ্চলে টোটো চালানোর ক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফে তিনটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, টোটো চালাতে হলে চালকদের ড্রাইভার লাইসেন্স নিতে হবে , টোটোর রেজিষ্ট্রেশন করাতে হবে ও নির্দিষ্ট রুটে চালানোর জন্য রুট পারমিট থাকতে হবে। এছাড়াও বলা হয়েছে, সরকারি অনুমোদিত কোম্পানির শোরুম থেকে টোটো কিনতে হবে। এই বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছিলো।
যদিও দিন কয়েক আগে আসানসোল পুরনিগমের জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটকের উপস্থিততে আসানসোল দূর্গাপুর পুলিশের ট্রাফিক গার্ড ও আরটিও আধিকারিকদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে আইএনটিটিইউসি অনুমোদিত টোটো ইউনিয়নের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে সবকিছুর জন্য আরো একমাস সময় চাওয়া হয়েছিলো। বলা হয়েছিলো, পুলিশ প্রশাসনের ঠিক করে দেওয়া বিধিনিষেধ বা নির্দেশ মতো এই এই মাসের মধ্যে সব টোটো চালকেরা সবকিছু করবে।
কিন্তু, বৃহস্পতিবার সকালে আসানসোলের হটন রোড ও এসবি গরাই রোডে ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে টোটোর কাগজপত্র পরীক্ষা করতেই বিপত্তি ঘটে। হটন রোডের ইসমাইল মোড়ে টোটো চালকেরা বিক্ষোভ দেখানো শুরু করেন । তাদের দাবি, আইন মাফিক কাগজপত্র করতে তারা রাজি। কিন্তু তাদেরকে তারজন্য সময় দিতে হবে। এর পাশাপাশি সরকার যে টাকা ধার্য করেছে কাগজ করার জন্য সেই টাকা অংক কম করতে হবে। তাদের পক্ষে এতো টাকা দিয়ে এইসব কিছু করা সম্ভব নয়। যদিও, পুলিশ প্রশাসনের আধিকারিকরা এদিন স্পষ্ট করেছেন, তিনটি বিধিনিষেধ সবাইকে মানতে হবে। তা না, হলে টোটো আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গতঃ, বুধবার জামুড়িয়ার টোটো চালকেরা জামুড়িয়ার তৃনমুল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংয়ের অফিসে সামনে বিক্ষোভ দেখান। তাদেরও একই দাবি ছিলো। যদিও, তারা বিধায়কের দেখা পাননি।