রানীগঞ্জে ঋণ পারিশোধ না করায় ব্যাংক দখল নিল বাড়ি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ী মোড় এলাকার এনএসবি রোড বাইলেন যা বর্তমানে রবীন্দ্র এভিনিউ নামে পরিচিত সেই এলাকাতেই এখন চলত মেসার্স সুমন ইঞ্জিনিয়ারিং নামের এক ব্যবসায়ী সংস্থা ।রানীগঞ্জ ব্রাঞ্চের ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ৩২ লক্ষ টাকা দু বছর আগে লোন নিয়ে তা পরিশোধ না করায় ব্যাংক মর্টগেজ রাখা বাড়ি নিজের দখল নিয়ে নিল।
ব্যাংকের পক্ষ থেকে এডভোকেট সংগ্রাম সিং জানান ব্যাংক কর্তৃপক্ষ দীর্ঘ নোটিশ দেওয়ার পর কোন কোন লোন পরিশোধের উদ্যোগ না নেওয়ায় সেই সংস্থাকে এবার পশ্চিম বর্ধমান জেলাশাসকের নির্দেশক্রমে বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাংক নিজেদের হেফাজতে নিয়ে ওইসমস্তকে সিল করে দিল। এ বিষয়ে এখনো পর্যন্ত ওই সংস্থার কোন সদস্য সংবাদমাধ্যমের কাছে কিছুই জানাবে না বলেই জানিয়েছে।