জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর – ফরিদপুর ব্লকে সাড়ম্বরে আয়োজিত হল বিশ্ব আদিবাসী দিবস
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) ব্লকে সাড়ম্বরে আয়োজিত হল বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান । শুক্রবার অনুষ্ঠানটি হয় লাউদোহা হাইস্কুল সংলগ্ন “সৃষ্টি” প্রেক্ষাগৃহে । প্রদীপ প্রজ্জলন ও ফিতে কেটে অনুষ্ঠানটির সূচনা করেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার । উপস্থিত ছিলেন জেলাশাসক এস,পেন্নাবলম, মহকুমা শাসক (দুর্গাপুর) সৌরভ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্ত, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষদের সদস্য কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । এছাড়াও পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ।
এদিনের অনুষ্ঠানে আদিবাসী নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যেমন ছিল তেমনি আদিবাসী সম্প্রদায় মানুষজনকে জমির পাট্টা প্রদান, জাতিগত শংসাপত্র দেওয়া হয় । পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের আদিবাসী সম্প্রদায়ের ৪৭ জন মোড়লকে বিশেষ সম্মানিত করা হয় এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে । বিভিন্ন আদিবাসী গোষ্ঠীদের উপহার দেওয়া হয় ধামসা, মাদল । মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন সমাজে আদিবাসী সম্প্রদায়ের গুরুত্ব তাদের সংস্কৃতির পরম্পরা এই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে । আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তিনি জানান ।