আসানসোল বাসস্ট্যান্ডে শিশু পাচারকারী গুজবে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়* আসানসোল শহরের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডে শনিবার পুরুলিয়ার রঘুনাথপুর থেকে আসা একটি বাসে এক মহিলার সঙ্গে এক শিশুকে নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহযাত্রীরা ঐ মহিলাকে শিশু পাচারকারী বলে অভিযোগ তুলে শোরগোল শুরু করেন। পরে আসানসোল দক্ষিণ থানার এসে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনার বিষয়ে জানা গেছে, ঐ বাসো রঘুনাথপুর থেকে আসানসোল আসা এক যাত্রী লালন বাবদি জানান, তিনি রঘুনাথপুর থেকেই বাসে উঠেছিলেন। কিছুক্ষণ পর এই মহিলা একটি শিশুকে নিয়ে বাসে উঠেন। এ মহিলাকে দেখে তার সন্দেহ হয়। মহিলার সাথে একটি শিশু থাকায় তারা সন্দেহ করেছিলেন যে এই মহিলা শিশুটিকে অপহরণ করছে। লালন বাউরি আসানসোল বাসস্ট্যান্ডে নেমে মহিলার কাছে তার এবং শিশুর সম্পর্কে জিজ্ঞাসা করেন। কিন্তু ঐ মহিলা সরাসরি কোনও উত্তর দেননি। সেখানে হট্টগোল শুরু হয় ও লোকজনের ভিড় জমে যায়
। আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে বাসস্ট্যান্ডে আসে। এরপর ঐ মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয় । পরে তদন্তে দেখা যায়, ওই মহিলা তার নাতিকে নিয়ে আসছেন। খবর পেয়ে আসানসোলের মহিশীলা কলোনি থেকে তার পরিবারের সদস্যরা দক্ষিণ থানায় আসেন। তদন্ত শেষে পুলিশ ঐ মহিলাকে ছেড়ে দেয় ও শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয় ।
মহিলা শিশুটিকে নিয়ে আসায় সঠিক উত্তর না দেওয়ায় যে বিবাদের সৃষ্টি হয়েছিল তা পরে পুলিশের তৎপরতায় মিটে যায়। উল্লেখ্য, শিশু চুরির গুজবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় একাধিক গন্ডগোল হয়েছে। এদিনও আসানসোলে তেমনি ঘটনা ঘটার পরিস্থিতি তৈরি হয়েছিলো। কিন্তু পুলিশের তৎপরতার তা খুব একটা বাড়েনি এবং পুলিশ পরিস্থিতি সামাল দেয়।