চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয়ে শুরু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার
বেঙ্গল মিরর, কাজল মিত্র: চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবিদ্যালয় শুক্রবার থেকে শুরু হল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার। দূর শিক্ষার এই সুযোগ চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর ও সালানপুর ব্লকের ছাত্র-ছাত্রী ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মিহিজাম ও জামতাড়ার ছেলেমেয়েরাও পাবে বলে এদিন জানান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ত্রিদিব সন্তপা কুন্ডু।
এদিন দেশবন্ধু মহাবিদ্যালয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার উদ্বোধন করেন কলকাতা থেকে আসা মুক্ত বিশ্ববিদ্যালয় ডাইরেক্টর সুদেষ্ণা চট্টোপাধ্যায়। উল্লেখ্য, প্রাইমারি টিচার্স ট্রেনিং, ফ্যাশন ডিজাইন, মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম সহ সাধারণ কোর্সের বহু বিষয় এখানে পড়ানোর ব্যবস্থা আছে। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা এই স্টাডি সেন্টার থেকে লাভ করা যাবে। যেকনো বয়সী ব্যক্তি নেতাজি ওপেন ইউনিভার্সিটির এই স্টাডি সেন্টারে ভর্তি হতে পারবেন বলে জানা গেছে।