বার্ণপুরে দিনেদুপুরে অবসরপ্রাপ্ত রেল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, লুঠ নগদ টাকা ও গয়না
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ গৃহকর্তা সহ পরিবারের সদস্যরা ঘন্টা তিনেকের জন্য বাড়ি বন্ধ করে মন্দিরে পুজো দিতে গেছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো অবসরপ্রাপ্ত এক রেল কর্মীর বাড়িতে। রবিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকায়। দিনেদুপুরে হওয়া এই চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। জানা গেছে, চোরেরা অবসরপ্রাপ্ত ঐ রেল কর্মীর জানালার গ্রিল কেটে বেডরুমে ঢোকে। তারপর সেখানে থাকা আলমারি ও লকার ভেঙে নগদ আড়াই লক্ষ টাকা ও আরো কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে।
খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ ঐ বাড়িতে আসে। অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরো জানা গেছে, হিরাপুর থানা বার্ণপুরের ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল কর্মী অলোক কুমার নাগ পরিবারের সদস্যদেরকে নিয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে গেছিলেন। ঘন্টা তিনেক পরে তারা বাড়ি ফিরে আসেন। ঘরের ভেতরে ঢুকে দেখেন জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। আলমারি খোলা।
আলমারির ভেতরের লকার ভাঙা রয়েছে। তারা বুঝতে পারেন যে, কেউ না থাকার সুযোগে বাড়িতে চুরি হয়েছে। আলমারি থেকে আড়াই লাখ টাকা ছাড়াও দু’টি সোনার আংটি, কানের দুল ও একটি ব্রেসলেট চুরি করে নিয়ে গেছে চোরেরা। পরে দেখা যায়, একটি ঘরের জানালার গ্রিল কাটা রয়েছে। সেই জানালা দিয়ে ঘরে ঢুকে বেডরুম এসে চোরেরা লুটপাট চালায়।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু করা হয়েছে।