ঊষাগ্রাম অনামিকা সংঘের খুঁটি পূজার আয়োজন, সত্যজিৎ রায়ের থিম অবলম্বনে হবে দুর্গাপুজো
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল উষাগ্রামের অনামিকা সংঘের উদ্যোগে এই বছরও ধুমধাম করে দুর্গা পূজার আয়োজন করা হবে। রবিবার অনামিকা সংঘের উদ্যোগে খুঁটি পূজার আয়োজন করা হয়। এই উপলক্ষে অনামিকা সংঘ আয়োজিত খুঁটি পূজায় পূর্ণ চট্টরাজ পূজা অর্চনা করেন। এই উপলক্ষে স্বপন সিনহা, অমিত রুদ্র, অশোক সিং, বাদল পাল, অচিন্ত ব্যানার্জী, তড়িৎ রায়, সৌমেন রুদ্র, অজয় ব্যানার্জি, অভিরূপ রুদ্র, কিশোর সিং ,অশোক সিং ছাড়াও অন্যান্য উপস্থিত ছিলেন।
গত ৫৮ বছর ধরে দুর্গাপূজা আয়োজিত হয়ে আসছে। এই বছর সত্যজিৎ রায়ের থিম অবলম্বনে দুর্গাপুজোর আয়োজন করা হবে । ৮ ই অক্টোবর দুর্গাপুজোর উদ্বোধন করা হবে। ১০ , ১১ ও ১২ অক্টোবর দুর্গাপূজার আয়োজন করা হবে। প্রতিবারের মতো এবারও অর্কেস্ট্রা, শিশুদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে বছর। এ বছর বিসর্জন করা হবে ১৩ ই অক্টোবর।
নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে উষাগ্রাম অনামিকা সংঘ এর পক্ষ থেকে। রাজ্য সরকার আয়োজিত কার্নিভালে এ বছরও অংশগ্রহণ করবে অনামিকা সংঘের সদস্যরা।