ASANSOL

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্ষুদিরাম বসুর বলিদান দিবস পালন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের উদ্যোগে রবিবার বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্ষুদিরাম বসুর বলিদান দিবস পালন করা হয়। এই উপলক্ষে আসানসোলের মহিশীলা কলোনিতে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ক্ষুদিরাম বসুর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, শিল্পী সুশান্ত রায় সহ এলাকার বাসিন্দারা। ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাল্যদান করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।


এই প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ক্ষুদিরাম বসু খুব অল্প বয়সে দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। শহীদ ক্ষুদিরাম বসুর কাছ থেকে সকলের শিক্ষা গ্রহণ করে তার আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের সেবা করা উচিত। তার আদর্শকে প্রকৃত সম্মান দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *