DURGAPUR

দূর্গাপুর মহকুমা হাসপাতালের সাহায্যের হাত বাড়ালো তিনটি বেসরকারি হাসপাতাল

রোগী কল্যান সমিতির বৈঠকে আলোচনা

বেঙ্গল মিরর,  দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরে গোটা বাংলার সরকারি হাসপাতালের চিকিৎসকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। বিশেষ করে মহিলা চিকিৎসকেরা রাতে ডিউটি করতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ।
এমন পরিস্থিতিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা কঠোর করতে শহরের একটি নামী বেসরকারি হাসপাতালের সাহায্য চাইলো। এর পাশাপাশি আরো দুটি বেসরকারি হাসপাতাল মহকুমা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছে।

রবিবার মহকুমা হাসপাতালের রোগী কল্যান সমিতির বৈঠক এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কবি দত্ত ও হাসপাতাল সুপার ডাঃ ধীমান মন্ডলের উপস্থিতিতে হওয়া এদিনের বৈঠকে অন্য সদস্যদের পাশাপাশি তিনটি বেসরকারি হাসপাতালের কর্ণধারেরা ছিলেন। 


বৈঠকের পরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের অভ্যাস অপরিষ্কার ও অপরিছন্ন রাখা। আর কতৃপক্ষ চলেন গয়ংগচ্ছ ভাবে। যা চলছে চলুক। কিন্তু এবার আমরা এর পরিবর্তন চাইছি। আমরা শহরের তিন বেসরকারি হাসপাতালের কাছে হাসপাতালের স্বার্থে সাহায্য চেয়ে আবেদন করেছিলাম। তারা আমাদের কথায় রাজি হয়েছেন। দুটি বেসরকারী হাসপাতাল মহকুমা হাসপাতালের দুটি তলা পরিস্কারের কাজ করবে। যেমন তারা নিজেদের হাসপাতালকে করে থাকেন।  আর একটি বেসরকারি হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি দেখবে। আশা করি, আর কোন সমস্যা হবে না।


পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মহকুমা হাসপাতালের পরিছন্নতা ও নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে তিন বেসরকারি হাসপাতাল।  তাদে৪র সাহায্যেই সবকিছু হবে হাসপাতাল । পঞ্চায়েত মন্ত্রী হাসপাতালে চিকিৎসক ঘাটতির প্রশ্নের উত্তরে বলেন,  সবসময় চাইলেই পাওয়া যায় না। আবার অনেক চিকিৎসকেরা আসতেও চান না। রাজ্য সরকার সবকিছু দেখছে।


মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মন্ডল  বলেন, এতদিন এই বিষয়ে ভাবি নি। আমাদের কাছে রোগীরাই  আমাদের নিরাপত্তা এটা বুঝেই আমরা সবাই কাজ করেছি। কোনদিন ঘটে নি কোন ঘটনা। আরজি করের ঘটনার পরে  কিন্তু এবার ভাবতে হচ্ছে। হাসপাতালে সিসিটিভি রয়েছে ,নিরাপত্তা রক্ষী রয়েছে। এছাড়াও মতামত নিয়ে যদি দেখা যায়  আরো কিছু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে তবে তা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *