PURULIA-BANKURAWest Bengal

মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে  কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু ঠিকা শ্রমিকের

বেঙ্গল মিরর চরণ মুখার্জী, মেজিয়া :  ( ACIDENT IN THERMAL POWER PLANT )
ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় স্বাভাবিক ভাবেই মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



সপ্তাহ খানেক আগে বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে মিনটেনেন্সের কাজ করার সময় সুইচ গিয়ার থেকে আগুন ছিটকে এসে ঝলসে যান এক ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের। জানা গেছে ওই শ্রমিক গতকাল সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ ও ৬ নম্বর ইউনিটের টিপি ১১ ট্রান্সফার পয়েন্টে কাজ করছিলেন।

আচমকাই পার্শ্ববর্তী কনভেয়ার বেল্টে তাঁর শরীর জড়িয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই কনভেয়ার বেল্টের চাপে ওই শ্রমিকের শরীর দুমড়ে মুচড়ে যায়। পরে ওই স্থান থেকেই তাঁর দুমড়ে মুচড়ে যাওয়া তাঁর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করেন অন্যান্য শ্রমিকরা। মৃত শ্রমিক তাপ বিদ্যুৎকেন্দ্রে ঠিজা শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। অবিলম্বে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবী তুলেছেন অন্যান্য শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *