আসানসোলে আইএমএর ডাকে মোমবাতি নিয়ে মৌন মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএর আসানসোল শাখার ডাকে আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে আসানসোল শহরে মোমবাতি নিয়ে মৌন মিছিল হয়। জিটি রোডের বিএনআর মোড় থেকে শুরু হয়ে আসানসোল পুরনিগম মোড় পর্যন্ত একটি মিছিল যায়। এই মিছিলে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক সহ নার্সিং অ্যাসোসিয়েশন, ডেন্টাল অ্যাসোসিয়েশন, ডায়াবেটিক সংস্থা, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব সহ একাধিক ক্লাব ও সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে আইএমএর আসানসোল শাখার চীফ প্যাট্রন ডাঃ পিসি মাজি বলেন, আরজি করের ঘটনার প্রতিবাদে এই মৌন মিছিলটি বার করা হয়েছে। হাসপাতালগুলিতে চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা দিতে হবে। মহিলা ডাক্তারদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে। তিনি কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানান। সিবিআইয়ের তদন্তের বাইরেও আমাদের কিছু দাবি রয়েছে। আমরা চাঔ যে সেই দাবিগুলিও পূরণ করা হোক। যাতে ডাক্তার এবং কর্মীরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন।
তিনি বলেন, সিনিয়র ডাক্তাররা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে তাদের কাজ বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে কি না।
এই মিছিলে ইন্ডিয়ান মেডিকেল এ্যাসোসিয়েশনের আসানসোল শাখার পক্ষ থেকে ডাঃ পি সি মাজি ছাড়াও সম্পাদক ডাঃ রহুল আমিন, সভাপতি ডাঃ
অপূর্ব কুমার পান, ডাঃ পার্থ প্রতিম দাস, ডাঃ কল্যান বন্দোপাধ্যায়, ডাঃ তথাগত মুখোপাধ্যায় , ডাঃ এস এস সরকার, জয়শঙ্কর সাহা, ডাঃ অমিত মুখোপাধ্যায় , ডাঃ অশোক রায়, ডাঃ ইন্দ্রনীল বন্দোপাধ্যায় , ডাঃ দীপক গাঙ্গুলি, ডাঃ রাজর্ষি মুখোপাধ্যায় , ডাঃ সুব্রত ঘোষাল ও ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায় ছিলেন।