ASANSOL

ভুয়ো তপশিলি জাতির শংসাপত্র বাতিলের দাবিতে  বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– মূলত-ভুয়ো তপশিলি জাতির শংসাপত্র বাতিলের দাবিতে  বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সালানপুর ব্লকের বিভিন্ন শাখার সদস্যরা। সংগঠনের সদস্যদের দাবি অনেকেই ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র ব্যবহার করে চাকুরীতে কর্মরত হয়েছেন।কর্মরত এরূপ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের তপশিলি
উপজাতি শংসাপত্র বাতিল করে চাকরি থেকে বরখাস্ত করার দাবি তোলেন তাঁরা। পাশাপাশি তারা এর  আগেও এবিষয় নিয়ে আসানসোল মহকুমা শাসকের কাছে লিখিত আকারে তাদের দাবি দাবা তুলে ছিলেন ।এদিন প্রায় এক দফা দাবিতে সালানপুর ব্লক আধিকারিক এর কাছে ডেপুটেশন দেন তারা। ডেপুটেশন কর্মসূচি কে কেন্দ্র করে সালানপুর ব্লক দপ্তর চত্বরে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।



এ বিষয়ে সংগঠনের তরফে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সালানপুর ব্লকের সভাপতি সুশীল হেমরম জানান, সালানপুর ব্লকে প্রায় কয়েক হাজারেরও বেশি  মানুষের কাছে ভুয়ো আদিবাসী সার্টিফিকেট রয়েছে। যারা আদতে আদিবাসী সম্প্রদায় ভুক্ত নন অথচ তারা এই সার্টিফিকেট পেয়ে গিয়ে, সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় কর্মরত হয়েছেন। সরকার দ্রুত তাদের সার্টিফিকেটগুলি বাতিল করে তাদের যেন চাকরি থেকে বরখাস্ত করেন। তাদের কাছে এখনো পর্যন্ত দশটিরও বেশি নাম চলে এসেছে বা কি নাম গুলো খোঁজার জন্য আবেদন করছেন ব্লক আধিকারিকের কাছে
একশ্রেণীর দালালরা কিছু কিছু আধিকারিকের সাহায্য নিয়ে এই কাজ ঘটাচ্ছেন। নচেৎ এইরূপ জাল সার্টিফিকেট কখনোই বের করা সম্ভব নয়।


পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব সম্পাদক
হিরন্ময় হাসদা জানান, এর আগেও তারা আসানসোল মহকুমা শাসকের দপ্তরে প্রায় ৮০ জনের নামের ভুয়ো শংসাপত্রের তালিকা জমা করেছিলেন। সেই সময় মহকুমা শাসক দ্রুত এ বিষয়ে তদন্ত শুরু করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।
এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন হিরন্ময় হাসদা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব সম্পাদক, সুশীল হেমরম পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ব্লক সম্পাদক , পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতির সালানপুর ব্লক প্রেসিডেন্ট মনিন্দ্র হেমরম, হারাধন সরেন পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ সমিতির ব্লকের ইউনিটের কোষাধ্যক্ষ ।
সহ ব্লকের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *