RANIGANJ-JAMURIA

অবৈধ প্রেমের জন্য নিজের ভাইয়ের হত্যা করল দাদা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া :; এবার জামুরিয়া থানা এলাকায় অবৈধ প্রেমের জন্য নিজের ভাইয়ের হত্যা করল দাদা। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার হুরমাডাঙ্গা অঞ্চলে। ঘটনা প্রসঙ্গে জানা যায় মদনতোড় গ্রাম পঞ্চায়েতের লচু ধাওরা এলাকার বাসিন্দা বছর ত্রিশের রাজকুমার কিস্কুকে দীর্ঘদিন ধরেই নিখোঁজ হয়েছিল। এই বিষয়ের প্রেক্ষিতেই তার শ্বশুরমশাই কামদেব মারান্ডি জামুরিয়া থানায় অভিযোগ করলে জামুরিয়া থানার পুলিশ সন্দেহের আঁধারে তার দাদা কিষান কিস্কুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে বের হয় প্রণয় ঘটিত কারণের জন্যই গোপনে হত্যা করে দেহ লোপাট করার কাহিনী।

পুলিশি জেরায় তার দাদা শিকার করে নেয় তার ভাই রাজকুমার কিস্কুকে সে গলায় তার জড়িয়ে হত্যা করে বস্তায় ভরে এক পরিতক্ত কুয় খাদে ফেলে দিয়েছে। এই ঘটনার খবর পাওয়ার পর পরেই পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে রাজকুমার কিস্কুর পচা গলা দেহ। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত কিষান কিস্কুকে গ্রেফতার করেছে। কি কারনে সে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল এর পেছনে কি রয়েছে কোন প্রণয় ঘটিত ব্যাপার তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply