আসানসোলে নাগরিক সমাজের মশাল মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ, আরজি করের ঘটনার বিচার চেয়ে বুধবার সন্ধ্যায় আসানসোল শহরে হলো মশাল মিছিল। রাস্তায় নেমে হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে পায়ে পা মিলিয়ে হাঁটলেন নাগরিক সমাজ। ছিলেন ৮০ বছরের বৃদ্ধা থেকে সদ্য কৈশোর হওয়া ছেলেমেয়েরা।
এদিন সন্ধ্যায় আসানসোল শহরের জিটি রোডের চেলিডাঙ্গার শতাব্দী পার্কের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়। সেই মিছিল বিএনআর হয়ে ভগৎ সিং মোড় পর্যন্ত যায়। পরে সেখান থেকে আবার বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের সামনে এসে সেই মিছিল শেষ হয়। সেখানে বক্তব্য রাখার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরজি করের ঘটনার বিচার চাওয়া হয়। ছিলেন ডাঃ অরুনাভ সেনগুপ্ত, সুমিত বন্দোপাধ্যায়, কল্যান মৌলিক, শিবানী মালখন্ডি, শ্রাবণী বন্দোপাধ্যায়, বন্দনা ঘোষ।